সবার কথা বলে

স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে কামারপুকুরে কর্মীসভা

0 251
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে কামারপুকুরে কর্মীসভা।
মোঃ মাসুদুর রহমান
(নীলফামারী) – সংবাদদাতা:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর স্কুল মাঠ প্রাঙ্গনে সন্ধ্যা সাতটার সময় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ উপজেলা শাখার আয়োজনে কর্মী সভার আয়োজন করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে এই সভাটি করা হয়।

 

এখানে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত আসনের সংসদ সদস্য-৩২৩ জনাব রাবেয়া আলিম এবং বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,মোঃ মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী আওয়ামী লীগের সভাপতি, রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, এ কে এম রাশেদুজ্জামান রাশেদ সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেত্রবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এ সময় সভাপতিত্ব করেন কামারপুকুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম। এই সভাটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আজম আলী সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রয়েল।

 

অনুষ্ঠানটি সঞ্চালনায় কামারপুকুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম। কর্মী সভাটি জাঁকজমকপূর্ণভাবে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতিতে পরিপূর্ণ ছিল। সেখানে নেত্রবৃন্দরা বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

 

এবং পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। সভাটির আলোচনা শেষে পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.