0 313

সৈয়দপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শোকাবহ জেল হত্যা দিবস পালন।
মোঃ মাসুদুর রহমান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা:
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আজ সকাল ১০টার সময় যথাযোগ্য মর্যাদায় শোকাবহ জেল হত্যা দিবস পালন করেন। ৩ নভেম্বর মধ্যেরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে নির্মম ভাবে হত্যা করা জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শোকাবহ কলঙ্কময় জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ(শুক্রবার) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোখছেদুল মোমিন এবং শহীদ পরিবারের সন্তান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ মহসিনুল হক মহসিন। শহীদ সন্তান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা অধ্যাপক শাখাওয়াত হোসেন খোকন ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম রাশেদুজ্জামান রাশেদ। পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ উপজেলা ও পৌলমলীগের অন্যান্য নেত্রবৃন্দরা। এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনায় নেত্রবৃন্দরা বলেন জাতীয় চার নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনা কে নির্মূল করা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ সুদীর্ঘ লড়াই সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনি চক্র এবং তাদের হত্যার রাজনীতিকে পরাজিত করেছে। ১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর, দ্বিতীয় কলঙ্কজনক ঘটনাটি ঘটে যায় এই ৩ নভেম্বর।
মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানি চার জাতীয় নেতা শহীদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএসএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে আজকের দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।