
মাগুরার শ্রীপুরে জাতীয় সংবিধান দিবস উদযাপন
মোঃ মিরাজ শেখ – স্টাফ রিপোর্টার:
মাগুরার শ্রীপুরে জাতীয় ‘সংবিধান দিবস -২০২৩’ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।