বিএনপির ৫ম ধাপের অবরোধ প্রতিহত করতে ঢাকা-৫ আসনের এমপি পদপ্রার্থী "মুন্না" সকাল থেকে যাত্রাবাড়ীর রাজপথে।
এম এ জব্বারঃ
পঞ্চম দফায় বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আজ শুরু হয়েছে। আজ বুধবার ভোর ছয়টা থেকে আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়, নিহত নেতা-কর্মীদের হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসাসহ আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে বিএনপি এ অবরোধ কর্মসূচি দিয়েছে। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দল ও জোটও এই অবরোধ কর্মসূচি নিয়েছে।
এই অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপির ডাকা ৫ম ধাপের অবরোধ প্রতিহত করতে ঢাকা-৫ আসনের এমপি পদপ্রার্থী "হারুনর রশীদ মুন্না" সকাল থেকে যাত্রাবাড়ীর রাজপথে।
১৫ ই নভেম্বর বুধবার বিএনপির ডাকা ৫ম দফায় সকাল সন্ধ্যা টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির দেওয়া প্রতিহত করতে, দলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে যাত্রাবাড়ীতে সকালে থেকে রাত পযর্ন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন, ঢাকা-৫ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী - হারুনর রশীদ মুন্না।
বিএনপি যাতে কোন রকম অনিয়ম বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য ঢাকা-৫ তৃণমূল আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা-৫ সংসদীয় আসন-১৪ দলের সমন্বয়ক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঢাকা-৫ নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী হারুনর রশীদ মুন্না সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত অতন্দ্র প্রহরীর মত জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে যাত্রাবাড়ীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বিএনপির অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে “গাড়ির চাকা ঘুরছে, দোকানপাট খুলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগনে মুখরিত করে রেখেছে রাজধানী ঢাকার যাত্রাবাড়ির প্রবেশ পথ।