সবার কথা বলে

দলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের সবজি চাষ প্রশিক্ষন কৃষি উপকরণ বিতরন

0 232

শেরপুরে দলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের সবজি চাষ প্রশিক্ষন কৃষি উপকরণ বিতরন।

ডা. আজাদ খান-(বিশেষ প্রতিনিধি):

শেরপুরে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে ১০ জন দলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর নারীদের বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ প্রশিক্ষন ও প্রশিক্ষন শেষে কৃষি উপকরণ বিতরন করা হয়েছে।

শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করেন নাগরিক প্লাটফর্ম নাগরিক উদ্যোগ।

আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাসের পরিকল্পনা ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল আলম সবুজ।

অসচ্ছল নারীদের আর্থসামাজিক উন্নয়নে বাড়ীর আঙ্গিনায় সবজি চাষের ওপর প্রশিক্ষন ও উৎসাহ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মনি জামান। প্রশিক্ষনে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকারিতার ওপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী বাবু বিদ্বান বিশ্বাস।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.