0 239

আগুন সন্ত্রাস করে উন্নয়ন ব্যাহত করা যাবে না: সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নীলফামারী (প্রতিনিধি) মোঃ মাসুদুর রহমান:
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন ১৩ নভেম্বর (সোমবার) বিকাল ৫ টার সময় ঢেলাপীর চৌরাস্তার মোড়ে বিশাল জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার সময় বিএনপির উদ্দেশ্যে বলেন, আগুন সন্ত্রাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।
দেশবিরোধী ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী বিএনপিকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিএনপি জামাতের দুঃশাসনের কথা এদেশের মানুষ ভোলে নাই। সেনা ছাউনিতে জন্ম নেওয়া বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। রাজাকার, যুদ্ধ পরাধীদের গাড়িতে জাতীয় পতাকা দেওয়া বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। ক্ষমতায় থাকতে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। আর ক্ষমতায় না থাকতে পেরে দেশে আন্দোলন করে মানুষ হত্যা করে, এই হলো বিএনপির রাজনীতি। জ্বালাও পোড়াও ও অগ্নিসন্ত্রাস রাজনীতির এই বিএনপিকে আর কখনো দেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে না।
তিনি বলেন নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগের ক্ষমতায় আনার কারণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই তিন মেয়াদে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ-বিদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি আন্দোলনের নামে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও সহিংসতা করে দেশের অগ্রযাত্রা সহ সবকিছু ধ্বংস করে দিতে চায়। এটাই তাদের কাজ। এটা তারা করবেই, কারণ তারা জানে নির্বাচনের মাধ্যমে তারা কোনদিন ক্ষমতায় আসতে পারবে না। তাই দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর বিএনপি।
শহীদ পরিবারের সন্তান মোঃ মহসিনুল হক মহসিন বলেন, বাংলাদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিদেশে পলাতক তারেক রহমানরা এদেশের মানুষের জন্য বিপদজনক। তাই আগামী নির্বাচনেও এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে। আর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল রেকর্ড স্থাপন করবেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন। সভাপতিত্ব করেন বোতলাগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবুসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের ব্যাপক নেতা কর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ। এ সময় সমাবেশে বোতলাগারী ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দসহ ব্যাপক নেতা কর্মী উপস্থিত ছিলেন। বিভিন্ন নেত্বৃন্দের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা শুনতে দীর্ঘ সময় ধরে অপেক্ষামান বিশাল জনসমাবেশের উপস্থিতি ছিল।