নীলফামারীর সৈয়দপুরে ২১ নভেম্বর মঙ্গলবার রাত ১০ টার সময় সৈয়দপুর- দিনাজপুর বাইপাস সড়কে হিন্দু পাড়া মোড়ে একটি সাদা রঙ্গের মাইক্রোবাস হতে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তথ্যসুত্রে জানা যায়, মাইক্রোবাসের গতিবিধি সন্দেহমুলক হলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্তের নেতৃত্বে একজন নারী সহ ২ জনকে আটক করা হয়। এ সময় মাইক্রো ড্রাইভার পালিয়ে যায়। মাইক্রো বাসের সিটের নীচ থেকে ব্যাগে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মুক্তাপাখি (২৭) স্বামী রিয়ান ইসলাম। জলঢাকায় ভাড়া থাকে। অপর আসামী বকুল আলী (৩৮) পিতা মে আলী বানিয়া পাড়া সৈয়দপুর। মাইক্রবাসটিকে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়। আটককৃত সাদা রং এর মাইক্রোবাসের নম্বর ঢাকা মেট্রো চ ১১-৩৭৫৬।
এ সম্পর্কে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজের জন্য সৈয়দপুর থানা কাজ করে যাচ্ছে । আসামীদের নামে মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে।