সবার কথা বলে

৩ জন ট্রাক চালককে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) ‘২০০৬ এর বিধিমালা লঙ্ঘনের দায়ে জরিমানা

0 305

জামালপুরে ০৩ জন ট্রাক চালককে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) ‘২০০৬ এর বিধিমালা লঙ্ঘনের দায়ে জরিমানা-

ডা. আজাদ খান–(বিশেষ প্রতিনিধি):

পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয় কর্তৃক “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প” এর আওতায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধিমালা লঙ্ঘনের দায়ে অদ্য বৃহস্পতিবার (২৩ নভেম্বরব/২০২৩ খ্রিঃ) জামালপুর সদর উপজেলার ডাকপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা।

মোবাইল কোর্টে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৩ (তিন) জন ট্রাক চালককে মোট ৩০০০/- টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয় ।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও সার্বিক সমন্বয় করেন সুকুমার সাহা, সহকারী পরিচালক, জামালপুর।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.