প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৩, ২:১২ পূর্বাহ্ণ
সুখের নিবাস

কবি জামাল
মন জমিনে মেঘ জমে যায়
চাঁদ লুকিয়ে গেলে
চাঁদ কি কবু বুঝতে পারে
তার জন্য কে কাঁদে?
হয়তো বা সে নাহি বুঝলো
চেতনা কবু কি জাগে?
নাকি চেতনা হারিয়ে স্ব গর্বে
নিজেকে সাজিয়ে রাখে।
বুঝতে হয়তো সময় ঢের
তাই বলে কি রাগে
ছোঁয়া মায়া দূরে ঠেলে
ভুলি কেমনে তাকে।
সে তো থাকে জগৎ সীমার
গভীর আত্মার নীড়ে
ভুলতে গেলে জনম আত্মায়
আধাঁর নামে ঘিরে।
হৃদ কম্পনে ছোঁয়া লাগে
দেখলে মায়া ছায়া
পাশে পেলে মনে হয়রে
সুখের পায়রা কায়া।
আড়াল যদি হয়গো সখী
হৃদ হিমালয় গলে
দুনয়নে জলের ধারা
কত কথাই বলে।
স্বার্থক যদি হইতো কবু
চাঁদকে বুকে রাখার
কিসের ভব কিসের নব
সুখের নিবাস আমার।
© 2023 - দৈনিক সংবাদের পাতা