0 471

মাগুরায় ডাবের মনোনয়ন ফরম জমা দিলেন কাজী রেজাউল হোসেন।
মোঃ মিরাজ শেখ – (স্টাফ রিপোর্টার):
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলটির চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার সময় মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের হাতে বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন মনোনয়ন ফরম তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার সভাপতি শ্রী শতদল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাচ্চু চোপদার, শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্র কংগ্রেসের আহবায়ক মোঃ কাজল ইসলাম ও জাকারিয়া ইসলাম প্রমুখ। বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন জানান, আমি মাগুরার সন্তান, এজন্য মাগুরা -১ ও মাগুরা-২ আসনে মনোনয়ন ফরম জমা দিলাম বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে। সারা বাংলাদেশে ৩০০ টি আসনে মনোনয়ন জমা দিবে বাংলাদেশ কংগ্রেস। আমরা যেহেতু নতুন দল আমাদের মার্কা পরিচিতির দরকার সে কারণেই আমরা নির্বাচনে আসছি। বাংলাদেশ কংগ্রেসের প্রয়োজন বোধ করেই আমরা নির্বাচনে অংশ গ্রহণ করছি। বাংলাদেশ কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সমেয় ডাব প্রতীকে ২০১৯ সালে নিবন্ধন পায় দলটি। ৩০০ আসনের মধ্যে অন্তত ২০টি আসনে আমরা জয়ের প্রত্যাশা করছি।
নির্বাচন কমিশন শক্তভাবে বলেছে তারা নিরপেক্ষ নির্বাচন করবে। আমরা এটা মোটামোটি বিশ্বাস করেছি। কিন্তু যদি এর ব্যত্যয় ঘটে তাহলে ধরে নেবো জাতির সঙ্গে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।