প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৪:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ১:১২ পূর্বাহ্ণ
বন্দরে ছিঁচকে চোর ও বখাটেদের উপদ্রব বেড়েছে

বিশেষ সংবাদদাতাঃ
বন্দর উপজেলায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছি এলাকাবাসী অভিযোগ নাসিক ২০নং ওয়ার্ড হাজীপুর, পশ্চিম হাজীপুর, সোনাকান্দা মাঠ, এনায়েতনগর, সাহেল নগর, মাহমুদ নগর, বেপারী পাড়া, দডি সোনাকান্দা, ফরাজী কান্দা, সহ আরো বেশ কয়েকটি এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা জানায় প্রতিদিন কোন না কোন বাড়িতে চোর ঢুকে টিউবল কল, মোবাইল ফোন,গ্যাসের চুলা, পানিরমটর, নতুন বিল্ডিং রড, ইটা সহ এমন কি? বাড়ির গাছের ডাব, আম,কলা, হাঁড়ি পাতিল পযর্ন্ত নিয়ে যায় চোরের দল। সেই চোরাই মাল বিক্রি করা হয় বিভিন্ন ভাঙ্গারী দোকানে হাট বাজারে তাদের এই অপকর্ম দিনদিন বেড়েই চলছে।
ভোক্তভোগীরা জানান ধারণা করা যাচ্ছে তাদের সাথে সম্পর্ক আছে এলাকার কিছু পাতি নেতার। আর সেই প্রভাবেই দিন দন চুরি ছিনতাই বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে একসময় বাড়ি-ঘরে বসবাস করা অযোগ্য হবে বলে মনে হচ্ছে। তাই ওয়ার্ড কাউন্সিলর, মেম্বার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে এ ধরনের অপরাধীরা যাতে অপরাধ করতে না পারে সেই দিকে দৃষ্টি রাখা।
© 2023 - দৈনিক সংবাদের পাতা