0 269

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম সুজনকে বিজয়ী করতে মতবিনিময় সভা।
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের নমিনেশন প্রাপ্ত প্রার্থী মাজহারুল ইসলাম সুজনকে বিপুল ভোটে জয়লাভ করানোর লক্ষে আজ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২৯ নভেম্বর বিকালে বর্তমান সাত সাত বারের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম মহাদয়ের এর সভাপতিত্বে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রাপ্ত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজারুল ইসলাম সুজন, আরও বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী,সাধারণ সম্পাদক এড: আবু হাসনাত বাবু, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম সুমন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামিম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলম কায়সার, সেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাষানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, সাবেক জেলা পরিষদ সদস্য মইনুল হক, তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদুল হক এলাহী, উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না,সহ বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ সহ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতা কর্মী ও ভোটার বৃন্দ গণও উপস্থিত ছিলেন।