প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ১১:২২ অপরাহ্ণ
সাক্ষী বিশ্বময়
মোঃ সৈয়দুল ইসলাম
একাত্তরের পঁচিশে মার্চ
বর্বর পাকিস্তানি,
বাঙালিদের ইজ্জত নিয়ে
করে টানাটানি।
বাঙালিরা বীরের জাতি
নিতে প্রতিশোধ,
দেশমাতৃকার মান রাখিতে
গড়ে প্রতিরোধ।
হাসিমুখে মরতে রাজি
শির উঁচিয়ে বলে,
দেশের জন্য যুদ্ধ করতে
বীরের বেশে চলে।
দীর্ঘ নয়মাস যুদ্ধ করে
তাইতো বীরের দল,
পাকিস্তানি শত্রুসেনার
ভাঙে মনোবল।
লক্ষ প্রাণের বিনিময়ে
ছিনিয়ে আনলো বিজয়,
পেলাম একটা স্বাধীন রাষ্ট্র
সাক্ষী বিশ্বময়।
© 2023 - দৈনিক সংবাদের পাতা