
সিরাজগঞ্জের ৬ টা আসনে আওয়ামী লীগ সহ ৩১জন প্রার্থীর মনোনয়ন উত্তোলন।
মোঃ আব্দুর রব মনসুর
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে ৬টা আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বিকল্প ধারা, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেছেন।
গতকাল বুধবার পর্যন্ত এই ছয়টি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১(কাজীপুর – সদরের একাংশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য তানভীর শাকিল জয়,জাকের পার্টির রেজাউল করিম, জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম মোস্তফা মধু তালুকদার।
সিরাজগঞ্জ -২ আসনে (সদর ও কামারখন্দ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ জান্নাত আরা হেনরী তালুকদার, বাংলাদেশ জাতীয় পার্টির আমিনুল ইসলাম ঝন্টু, তৃণমূল বিএনপির সোহেল রানা, জাকের পার্টির রুবেল সরকার, স্বতন্ত্র প্রার্থী ডঃ অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না।
সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ – তাড়াশ) আসনে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ডঃ মোঃ আব্দুল আজিজ, জাতীয় পার্টির জাকির হোসেন, বি,এন,এম পার্টির গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন, শরিফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী, জাকের পার্টির আলমগীর হোসেন, আব্দুল হালিম খান দুলাল স্বতন্ত্র প্রার্থী,নরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী।
সিরাজগঞ্জ -৪( উল্লাপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোস্তফা কামাল বকুল, বিকল্প ধারা বাংলাদেশের আইনুল হক,ও জাতীয় পার্টির আবদুল্লাহ আল হাসেম।
সিরাজগঞ্জ -৫ ( বেলকুচি ও চৌহালী) আসনে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল, সাবেক বিএনপির নেতা আবদুল্লাহ আল মামুন স্বতন্ত্র প্রার্থী, সাবেক মন্ত্রী মোঃ আব্দুল লতিফ বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক,ও নরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী।
সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সাবেক সংসদ সংসদ চয়ন ইসলাম, হালিমুল হক মিরু স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মোজাম্মেল হক, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের রেজাউর রহমান খান, বাংলাদেশ জাকের পার্টির রেজাউল করিম বিপ্লব মনোনয়ন উত্তোলন করেছেন। উল্লেখ্য, আগামী ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন।