0 252
বাবা
কবি জামাল
বাবা তুমি মাথার ছায়া বটবৃক্ষ হয়ে
স্বযতনে আগলে রাখো কোমল ছায়া দিয়ে।
বাবা তুমি সূর্য আমার দিব্য আলো বিনে
বাবা তুমি শক্তি আমার রক্ত কণা শিরে।
তোমার স্নেহ তোমার শাসন মানুষ গড়ে আমায়
তোমার মত নাইরে কেউ এই ভবের মায়ায়।
ছোট ছোট আবদার সব তোমার কাছে চাই
বলার সাথে মিটে যায় সব বাকি কিছু নাই।
সেটাইতো তুমি বাবা আজ পাশে নাই,
কি করে ভুলবো তোমায় আমার জানা নাই।
তোমার হাজার স্মৃতি বাবা ক্ষণে ক্ষনে পাই,
সবি আছে তোমার ঘরে তুমি শুধু নাই।
চোখ পাকিয়ে দেখি শুধু নয়ন ভরে চাই,
বাবা তোমার স্বর যেন কানে বাজে তাই।
দূরে বহুদূরে গেলোও নিতে রোজ খবর,
কাছে আছি ওরে বাবা নেইতো তোমার স্বর।
কে দিবে আর তোমার মত স্নেহ ভালোবাসা
সকল কাজে শক্তি সাহস মনে দেবে আশা,
পাশে এসে কাঁধে হাত দিয়ে বলতে বাবা তুমি
সোনা মানিক পারবিই তুই, সফল বলছি আমি।
ও বাবা বলছি যে আজ সফল হয়েছি আমি
আমার পাশে শত মানুষ শুধু নেই যে তুমি,
ন্যায় নীতি আর আদর্শেতে গড়ে দিয়েছো তুমি
প্রতিজ্ঞাতে বদ্ধ আছি বাবা মান রাখবো আমি।
ওপারেতে থাকবে ভালো তোমার কর্ম ফলে
উত্তম ধর্ম ছিলো তোমার অর্জনে আমলে
আশা রাখি তোমার সাথে জান্নাতে হবে দেখা
নামায রোজায় থাকবো বাবা হবে না আশা বৃথা।