প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণ
বিজয়

কবি জামাল
তাজা রক্ত শুকিয়ে এলো
আলো ফিরলো দেশে
মায়ের কান্নার অবসাদ হলো
বিজয় এসেছে হেসে।
খুশিরে জোয়ারে ভাসতে লাগলো
আকাশ বাতাস জল
লাল সবুজের পাতাকা এলো
তোরা সবে জয়ধ্বনি বল।
জয় বাংলা,,,,জয় বাংলা
জয় হলো রে জয় হলো
পাক বাহিনির ক্ষয় হলো
এসো সবে হাত বাড়াই
দেশে সোনার ঘর সাজাই।
মন্ত্র তন্ত্র সব ভুলে
গলে বয়ে হাত তুলে
হাসবো সবে প্রাণ খুলে
দেশ গড়বো সবে মিলে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা