সবার কথা বলে

চলতি মৌসুমে ভুট্টার আবাদের রেকর্ড

0 254

কাজীপুরে চলতি মৌসুমে ভুট্টার আবাদের রেকর্ড।

মোঃ আব্দুর রব মনসুর
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

চলতি মৌসুমে কাজীপুরে রেকর্ড পরিমাণ ভুট্টার আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসের দেয়া তর্থানুযায়ী উপজেলায় ৬৩৬৯ হেক্টর জমিতে ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে স্হানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, কৃষি অফিসের দেয়া লক্ষ্য মাত্রার চেয়ে ২ থেকে আড়াইশো হেক্টর বেশি জমিতে ভুট্টার চাষাবাদ হয়েছে।

কারণ হিসেবে স্হানীয় কৃষকরা জানান, কাজীপুরের ১২ ইউনিয়নের ৬টি ইউনিয়ন চরে অবস্থিত, চরের জমি অনেকটা বেলে দোআঁশ হওয়ায় ভুট্টা উৎপাদনে উপযোগী।

এছাড়া বীর এলাকায় ৬ টা ইউনিয়নের মধ্যে শুভগাছা,গান্ধাইল, কাজীপুর সদর ও মাইজবাড়ী ইউনিয়নের বেশির ভাগ অঞ্চল ভাঙ্গনের কবলে পড়ায় মাটির গুণাগুণ ধান চাষে অনুপযোগী হয়ে পড়েছে। অপরদিকে কৃষকরা ধান চাষের চেয়ে ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছে।

কাজীপুর উপজেলার কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলার ১২৪১০ জন কৃষককে ভুট্টা চাষের জন্য বিনামূল্যে কৃষি প্রনোদনা প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ও কাজীপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.