সবার কথা বলে

শ্রীপুরে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান

0 230
মাগুরার শ্রীপুরে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান।
মোঃ মিরাজ শেখ-(স্টাফ রিপোর্টার)::
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও কক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মমতাজ মহল মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার সাংবাদিকদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ড, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া, মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম টোকন, সহ-সভাপতি মোঃ জাকিউল আলম, সাধারণ সম্পাদক বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ শেখ, দপ্তর সম্পাদক মোঃ রাব্বি হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অমলেন্দু সরকার, সদস্য মোঃ মনিরুল ইসলাম, মুন্সী সাগর হোসেনসহ অন্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আগামী দিনগুলোতে আরো চমৎকারভাবে অত্র অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, পর্যটন, সমৃদ্ধি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.