0 255

বালিয়াডাঙ্গীতে মহিলা আওয়ামী লীগের আয়োজনে নৌকা মার্কার নির্বাচনী জনসভায় মানুষের ঢল।
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
শেখ হাসিনা বার বার দরকার উন্নয়নের দরকার শেখ হাসিনা সরকার এই শ্লোগান এর মধ্যে দিয়ে ঠাকুরগাঁও -২ আসনে মহিলা আওয়ামী লীগের এর আয়োজনে নৌকা মার্কার নির্বাচনী জনসভার আয়োজন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা আওয়ামী লীগ।
রবিবার উপজেলা মহিলা আওয়ামী লীগ এর আয়োজনে এ জনসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাবেরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত সাত বারের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলাম এমপি মহাদয়। প্রাধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শবনম জাহান শীলা এমপি সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মাহাবুব রহমান বাবলু ভারপ্রাপ্ত সভাপতি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ, জনাব দিপক কুমার রায় সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ, জনাব অ্যাডভোকেট আবু হাসনাত বাবু সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা শাখা আওয়ামী লীগ, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য, শিরীন নাঈম পুনম সাবেক এমপি সহ সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকা, সুলতানা রাজিয়া পান্না যুগ্না সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকা, মরিয়ম বিনতে হোসাইন খেয়া সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকা, মেহেনিগার হোসেন তন্ময় প্রচার সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকা, গোলেনতাজ রুবি দপ্তর সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকা, ড . জেবুন্নাহার তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকা, নীপা সরকার কার্যকরী সদস্য বাংলাদেশের মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকা।
এসময় কেন্দ্রীয় কমিটি থেকে আগত ও জেলার নেতা নেত্রীরা তাদের বক্তব্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাজহারুল ইসলাম সুজন কে এমপি নির্বাচিত করবেন।