0 319

জামালপুরে ১৪২ পাঁচ আসনে (৫) নৌকাকে বিজয়ী করতে নেতৃবৃন্দের ভোটার প্রতি আহবান।
মো: এমদাদুল হক (জামালপুর প্রতিনিধি):
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৭/১২/২৩ ইং রোজ বুধবার বিকেলে সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে ছোনটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,( চেয়ারম্যান জেলা পরিষদ জামালপুর) , সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সহ-সভাপতি, অধ্যাপক আব্দুল হামিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার সম্মানিত সহ-সভাপতি ও ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো: মিজানুর রহমান।
উক্ত সম্মেলনের সার্বিক সহযোগিতায় ছিলেন ১৪ নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো: আমিনুর রহমান শাহিন, আলাল উদ্দিন, সোহরাব হোসেন, শাহরিয়ার হোসেন কাজল, মাসুদ রানা, জহুরুল ইসলাম ও ১৪ নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন১৪ নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান তালুকদার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুল আক্তার বাবু, সভাপতি, ১৪ নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ, জামালপুর সদর, জামালপুর।
এসময় বক্তারা বলেন নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে। আপনারা এসব লোকদের কথায় কান দিবেন না। সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক।
তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
জনসভায় জামালপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।