
বিএমএসএফের শরীয়তপুর জেলা সাংগঠনিক সম্পাদক রতন আলী মোড়ল।
শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের দাবি অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই স্লোগান সামনে রেখে।
গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখা অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পদোন্নতি করা হয়। রতন আলী মোড়ল পরপর দুইবার প্রচারে প্রকাশনা সম্পাদক থাকার পর সংগঠনের কার্যবিধি পদোন্নতির জন্য। শরীয়তপুর জেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে জাজিরা উপজেলা ও পদ্মা সেতু দক্ষিণ থানার দায়িত্ব প্রদান করে ঘোষণা দেওয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ-সভাপতি ফারুক আহমেদ মোল্লা এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি। সংগ্রামী সাধারণ সম্পাদক শাহিন আলম দৈনিক ইত্তেফাক ও দি মর্নিং গ্লোরি পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি শাহিন আলম এবং অর্থ দপ্তর সম্পাদক আলোকিত শরীয়তপুর প্রতিনিধি আমির হোসেন, জাজিরা উপজেলা বিএমএসএফ শাখার নব-নির্বাচিত সভাপতি শাওন বেপারী দৈনিক আজকের দর্পণ, সহ-সভাপতি মানজারুল ইসলাম মিলন দৈনিক মাতৃ জগত, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহিম দৈনিক কালবেলা জাজিরা উপজেলা প্রতিনিধি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর মিয়া খবরের পত্র, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয় দৈনিক আমাদের মাতৃভূমি, সহ অর্থ দপ্তর সম্পাদক/কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম রিয়াদ দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদ জাজিরা উপজেলা প্রতিনিধি প্রমুখ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ শাখা শরীয়তপুর জেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে জাজিরা উপজেলা এবং পদ্মা সেতু দক্ষিণ থানার সংগঠন বৃদ্ধি করার লক্ষ্যে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে নেন।
রতন আলী মোড়ল শরীয়তপুর জাজিরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব আছেন এবং দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদ ঢাকা বিভাগীয় বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন ও মুক্তকন্ঠ.কম এবং দৈনিক দেশজগত পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে বিগত পাঁচ বছর যাবত সাংবাদিকতা করছেন।
প্রতিশ্রুতি আবদ্ধ সংগঠনটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সাংবাদিক সংগঠন, সাংবাদিকরা অধিকার থেকে বঞ্চিত নির্যাতিত মফস্বল পর্যায় সাংবাদিকদের অধিকার ফিরিয়ে আনতে ১৪ দফা দাবি তুলে ধরেন, সারা বাংলাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে তুলেন, বাংলাদেশের মফস্বল সাংবাদিকদের জন্য সুশিক্ষা সুনাগরিক সুসাংবাদিকতা সাংবাদিক হয়ে সাংবাদিকের প্রতি সজনশীলতা তৈরি করেন এবং সঠিক পন্থায় সাংবাদিকতার নির্দেশনা দেন।
দেশের সাংবাদিকদের জাতীয় মর্যাদা প্রতিষ্ঠা অধিকার দাবি আদায়ের জন্য, দেশের প্রধান মফস্বল সংগঠন হিসাবে জায়গা করে নিয়েছেন, এক কথায় বলা চলে শীর্ষ স্থানীয় জাতীয় সংগঠন, সর্বস্তরের সাংবাদিকদের জন্য আশ্রয়ের কেন্দ্র, প্রায় একযুগ যাবত বাংলাদেশের মফস্বল পর্যায় সাংবাদিকদের মাঝে কল্যাণময় হয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটির অন্যতম সংবিধান , মরণঘাতীর অন্তরালেও সোচ্চার জেগে ওঠো বাংলার বিবেক জেগে ওঠো বাংলার দর্পণ তোমরা রাষ্ট্রীয় সম্পদ অধিকার চাই মর্যাদা চাই।