সবার কথা বলে

ইতিতে ঝড়

0 304
ইতিতে ঝড়
কবি জামাল

ইতি টেনে প্রীতি নিয়ে নব্য ছলে সাজ
মন কে বলি থাম না এবার কি করবি আর
শান্ত মনে ক্ষোভ নিধনে দুর করতে লাজ
শত কৌশল চয়ন করে মিটাই সব আবদার।

ক্ষণে ক্ষণে বেজে ওঠে বিদায়ী সব ঘোর
অচেনা জন আপন  হয়ে চেনা জন হয় পর
এই বুঝি বিধির বিধান নিয়তির খেলাঘর
হৃদ মাঝারে তীব্র ব্যাথার অচেনা এক ঝড়।

সরবে আর নিরবে হয় মন যাতনার ক্ষোভ
অজোর ভেসে ঝরে অশ্রু নয়ন বুঝে সব
মন কাঁদিলেই নয়ন কোণে জমে উঠে জল
কি যেন মিল খুঁজে পায় মন নয়নের স্রোত।

বুঝেও যেন ভান করে সে না বুঝার এই ভেদ
ক্ষণে ক্ষণে নব রূপে সাজায় নতুন ক্লেদ
অস্থিরতায় অস্থিমজ্জা নর কুলের স্বাদ
মন সাধনায় ইতি করে বাসনাতেই মাদ।

এক জীবনে আলো ফোটে অন্য জীবন ঘোর
এক আত্মার বিভেদ ফলে কত রকম ভোর
ফুলের সৌরভ ছোঁয়া পেয়ে নব নব ভাব
মন বিষাদে ঝরে পড়ে নিঃস্ব কোমল স্বভাব।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.