দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরে নৌকা প্রতিক নিয়ে তিনটি আসনে আবারও নির্বাচিত হয়েছেন।
শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলায় আওয়ামী লীগের দলিয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
রবিবার (৭ই জানুয়ারী)দ্বিবাগত রাতে ১২ টার সময় রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দিন আহাম্মেদ তার কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।এর আগে রবিবার সকাল ৮ঘটিকা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ ঘটিকা পযন্ত চলমান থাকে।
দিন শেষে নৌকা প্রতিক নিয়ে বিজয়ীদের মাঝে নাঈম রাজ্জাক টানা চতুর্থবার, ইকবাল হোসেন অপু ও একে এম এনামুল হক শামীম দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দিন শেষে শরীয়তপুর –১(পালং–জাজিরা)আসনে নৌকা প্রতীকে প্রার্থী ইকবাল হোসেন অপু ১লক্ষ ৯৯হাজার ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীককের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা পেয়েছেন ৩ হাজার ৪৮৮ভোট। এই আসনের ৩লাখ ৬৫ হাজার ৩৩৯ ভোটারের মধ্যে ৫৭দশমিক ৩৫ শতাংশ ভোটার মোট ১৩৫ টি ভোট কেন্দ্রের ৪৭৮ টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোটার গন ভোট প্রদান করেছেন।
শরীয়তপুর –২ (নড়িয়া –সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীককের প্রার্থী একে এম এনামুল হক শামীম ১লক্ষ ৩৩ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃখালেদ শওকত আলী পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ভোট এই আসনের মোট ৩ লক্ষ ৮১হাজার ২৮৭ টি ভোটারদের মধ্যে ৫১দশমিক ২৭শতাংশ ভোটারদের মধ্যে ১৩৩টি ভোট কেন্দ্রের ৯০১টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন।
শরীয়ত–৩ (ভেদরগঞ্জ –ডামুড্ড্যা –গোসাইরহাট) আসনে নৌকা প্রতীকে নাঈম রাজ্জাক ১লক্ষ ৫৭হাজার ২৫৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টিরক লাঙ্গল প্রতীকের আব্দুল হান্নান পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট। এই আসনটির মোট ৩ লক্ষ ১৭ হাজার ৪০৪ জন ভোটারের মধ্যে ৫৩ দশমিক ৬৫ শতাংশ ভোটার ১১০ টি ভোটকেন্দ্রের মধ্যে৬৬৫ টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যেমে ভোট প্রদান করেছেন।
শরীয়তপুরে ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ৩০জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার ৩ টি আসন থেকে মোট ১২ রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ১৯ জন নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।
শরীয়তপুর থেকে দলীয় প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণকারী দল গুলো মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃনমুল বি এন পি,বাংলাদেশ খেলাফত আন্দোলন,জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ), গণফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি,বিকল্পধারা,মুক্তিজোট,তরিকত ফেডারেশন ও ইসলামী ঐক্যজোট।