
নড়িয়া প্রবাসী ঐক্য ফোরামের সভাপতি মিল্টন মাঝীকে অভ্যর্থনা প্রবাসীদের পক্ষ থেকে।
শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু:
নড়িয়াস্থ প্রবাসী ঐক্য ফোরামের সভাপতি ফারুক রহমান মিল্টন মাঝী সুদুর আমেরিকা হতে শুভআগমন উপলক্ষে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বুধবার বিকেল ৫ ঘটিকার সময় প্রবাসী ঐক্য ফোরামের বাংলাদেশে অবস্থারত কমিটির পক্ষ হতে অভিনন্দন শুভেচ্ছা বিনিময় করেন, হাজ্বী আব্দুস সালাম ছৈয়াল সাধারণ সম্পাদক, সহসভাপতি আলী আজম খান বাদল, মাহাবুব শেখ, অলিদ আহান্মদ (লিটন) শিক্ষা বিষয়ক সম্পাদক, ইসমাইল হোসেন বাচ্চু মাদবর ইতালী প্রবাসী।আরো নড়িয়াস্থ প্রবাসী ঐক্য ফোরামের সদস্য অললাইনে মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
তারা হলেন বাবুল মাস্টার আমেরিকা প্রবাসী সহসভাপতি। মোস্তাফিজ রহমান সিকদার আমেরিকা প্রবাসী,কুম কুম মিতা লন্ডন প্রবাসী সহসভাপতি, হাজী শওকত আলী ছৈয়াল সহসভাপতি, আবুল কাশেম সিকদার সহসভাপতি, আনোয়ার হোসেন সেন্টু বেপারী সহসভাপতি, কাকন হাওলাদার সাংগঠনিক সম্পাদক,শিল্পী ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, বাবুল দেওয়ান ক্রিয়া বিষয় সম্পাদক, পাভেল মাঝী প্রচার সম্পাদক।মোঃ বাবুল মাস্টার (আমেরিকা) হাজী আলী আহান্মদ কাজী ডুবাই (চেয়ারম্যান বিঝারী ইউপি), মোঃরাসেল হাওলাদার (স্পেন প্রবাসী), আবুল কশেম শিকদার (ইতালি), জাহাঙ্গীর কবির (ইতালি), শওকত আলী মোল্লা (ডুবাই),মেজবাহ উদ্দিন (গ্রীস প্রবাসী), সিরাজুল ইসলাম মুন্সি (ইতালি),হাজী আবদুস সালাম ছৈয়াল (সৌদি আরব প্রবাসী), নাসির উদ্দিন ঢালী( ইতালি প্রবাসী), আওলাদ হোসেন মিঠু (লন্ডন),কাজী আব্দুস সাত্তার (হংকং প্রবাসী), শিল্পী হোসেন (ইতালি প্রবাসী), সাদ্দাম আকন (ফ্রান্স প্রবাসী),ফারুক খালাসী( ইতালি), মানিক মোল্লা (ইতালি প্রবাসী), সাইদুর রহমান (চীন প্রবাসী), মাহবুব শেখ (ইতালী প্রবাসী), নুরুল হক বেপারী (ইতালি প্রবাসী),সুলতান আহমেদ বাবু হাওলাদার (নেপাল প্রবাসী),সোহেল দেওয়ান (সাউথ আফ্রিকা প্রবাসী),শওকত আলী ছৈয়াল (সৌদি আরব প্রবাসী), সবুজ দেওয়ান (সৌদি আরব প্রবাসী ), মামুন চৌকিদার( জার্মান প্রবাসী ), বাবুল হোসেন দেওয়ান (সৌদি আরব), মাহাবুব সিকদার( দুবাই প্রবাসী),দেলোয়ার হোসেন কাজল( সাউথ আফ্রিকা), রিপন মির মেম্বার চামটা ইউপি( সৌদি আরব), আখতার জামান ( সৌদি আরব প্রবাসী), নাসির উদ্দিন ঢালী (লন্ডন প্রবাসী)।