0 292

সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।
মোঃ মাসুদুর রহমান
সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী (প্রতিনিধি) মোঃ মাসুদুর রহমান
নীলফামারী, সৈয়দপুরে ১০ জানুয়ারি আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এবং দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন এবং উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সৈয়দপুর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে এসে দেশ স্বাধীন হওয়ার মাত্র এক বছরের মাথায় প্রণয়ন করলেন সংবিধান। তার অনুপ্রেরণাদায়ক উপস্থিতি জাতিকে অনুপ্রেরণা জোগালো যুদ্ধবিধবস্ত দেশ পূর্ণগঠনে।
আজ যে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছি তা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার ফলেই সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর হাত ধরে দেশের ভিত্তি রচিত হওয়ায় সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হয়েছে। ধর্ম, বর্ণ, জেন্ডারের ভিন্নতার কারণে কাউকে রাষ্ট্রীয় কোন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে না। আজ আমাদের মাঝে বঙ্গবন্ধু নেই, তবে আমরা যদি শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে থাকি তাহলে সব বাধা-বিপত্তি উপেক্ষা করে অচিরেই অর্জন করব ক্ষুধামুক্ত- দারিদ্রমুক্ত সোনার বাংলা।
এর আগে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা অংশগ্রহন করেন।