
জাজিরায় হ*ত্যা মামলার আসামীকে রাতের আধারে কু*পি*য়ে হ”ত্যা ঘটনায়: আটক-১
শরীয়তপুর জেলা প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু:
শরীয়তপুরের জাজিরায় রাতের আঁধারে কু’পি’য়ে মধ্যে বয়সী এক ব্যক্তিকে হ’ত্যা করেছে দু*র্বৃ*ত্ত*রা। নিহতের মরদেহ নিজ বসত বাড়ি থেকে উদ্ধার করেছে পদ্মা দক্ষিন থানা পুলিশ। এঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানাধীন পশ্চিম নাওডোবা এলাকার মেছের মুন্সির কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দাউদ খান (৪৫) ওই এলাকার মৃত ইসমাইল খানের ছেলে। আটক হওয়া মোজাম্মেল মাদবর (৪০) মৃত নুরুল ইসলাম মাদবরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে কু’পি’য়ে দাউদ খানকে হ’ত্যা করেছে দু”র্বৃ”ত্ত”রা। সকালে তার বাড়িতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে দাউদ খানের মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। এঘটনা কেন ঘটেছে তা এখনও জানা যায়নি।
নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর হোসাইন বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।বিষয়টি আমি সকালে শুনতে পেয়েছি। আমি এখন ঘটনাস্থলে রয়েছি।
শুক্রবার দিবাগত রাতে কে বা কারা দাউদ খানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হ’ত্যা করে তার ঘরের সামনে ফেলে রেখে যায়। সকালে তার বসতবাড়ির দরজার সামনে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দাউদ খানের ম’র’দে’হ উ’দ্ধা’র করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত দাউদ খানের মেয়ে নিঝুম বলেন, আমার বাবার সাথে জমি নিয়ে মোজাম্মেল মাদবরদের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিলো। তারা বিভিন্ন সময় আমার বাবাকে মেরে ফেলার হুমকি প্রদান করতো। তারই ধারাবাহিকতায় গত রাতে আমার বাবাকে বাড়িতে একা পেয়ে নৃ-শং-স-ভাবে হ-ত্যা-কা-ন্ড চালায় তারা। আমার বাবাকে এমন ভাবে মারা হয়েছে আমি তার চেহারা পর্যন্ত দেখতে পারিনি।
পদ্মা দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, র-ক্তা-ক্ত ম”র”দে”হ পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহাল করে দাউদ খানের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কী কারণে দাউদ খানকে হ”ত্যা করা হলো তা জানতে পারিনি। তার পরিবারের লোকজন ঢাকা থাকেন, তবে সন্দেহভাজন একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।