সবার কথা বলে

আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক মেধাবীদের মাঝে শীতবস্ত্র প্রদান

0 303

আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক মেধাবীদের মাঝে শীতবস্ত্র প্রদান।

নিজস্ব সংবাদদাতাঃ (আবদুল্লাহ আল মামুন):

১লা জানুয়ারী সোমবার সকালে সুলাখালী খাজা আহম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক মেধাবীদের মাঝে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার ও ঢাকা জেলা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবি আবদুল্লাহ আল মামুন।

আরো বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি আবদুল হক। সুলাখালী খাজা আহম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাষ্টার আবদুস সোবহান।

আরো উপস্হিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আজিজ স্বপন, আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য নুরুল করিম সুরাইম (উজ্জল) এবং আবদুল হান্নান। আরো উপস্হিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বাকের আহম্মেদসহ শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকবৃন্দ।

ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার আবদুল্লাহ আল মামুনসহ মেহমানবৃন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকের হাতে শীতবস্ত্র তুলে দেন।

বক্তব্যে ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার ও ঢাকা জেলা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবি আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা চেষ্টা করছি- এই ফাউন্ডেশনের মাধ্যমে গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাড়িয়ে তাদের লক্ষ্য ও উদ্যেশ্য বাস্তবায়নে সহযোগীতা করা,যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে। আমরা ভবিষ্যতে সকলের সহযোগীতার মাধ্যমে এই ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো গতিশীল করবে ইনশা আল্লাহ।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সহসভাপতি আবদুল হক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন- আপনারা গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাড়িয়েছেন, ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানের পাশে থাকবেন এই আশাবাদ ব্যাক্ত করছি।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রত্না রানী রায় বলেন – আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশন মেধাবী ও গরীব, শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। পড়ালেখার মান উন্নয়নে লাইব্রেরী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরো ভাল কাজে আমাদের প্রতিষ্ঠানের পাশে থাকবে এই আশাবাদ ব্যাক্ত করছি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.