সবার কথা বলে

রেলের মূল্যবান যন্ত্রাংশ পাচার করার সময় ভ্যান চালকসহ গ্রেফতার-১

0 360
সৈয়দপুর রেলের ষ্টোর ডেলিভ্যারী ভ্যান থেকে রেলের মূল্যবান যন্ত্রাংশ পাচার করার সময় ভ্যান চালকসহ গ্রেফতার-১
নীলফামারী প্রতিনিধি
মোঃ মাসুদুর রহমান:
২০ জানুয়ারী (শনিবার) ভোর ৪:৩০ মিনিট সৈয়দপুর রেলওয়ে ষ্টেশনে দাড়িয়ে থাকা অবস্হায় ষ্টোর ডেলিভ্যারি ভ্যান (৩৩৭৭) থেকে  রেলের মূল্যবান যন্ত্রাংশ পাচার করার সময় ভ্যান চালকসহ গ্রেফতার১।
সৈয়দপুর রেল কারখানার  ষ্টোর থেকে রেলের মূল্যবান যন্ত্রাংশ নিয়ে ষ্টোর ডেলিভ্যারি ভ্যান (৩৩৭৭) বগি দেশের অনান্য রেলওয়ে ষ্টেশনে (চিলাহাটি থেকে খুলনায়) চাহিদার বিপরীতে সরবরাহ করে। তথ্য সুত্রে জানা যায়, তাদের প্রয়োজন যদি ৫০টি যন্ত্রাংশ হয়। তারা সেখানে চাহিদা দেয় ২০০ টি। এই বাকী নতুন  যন্ত্রাংশ ১৫০ টি  ব্যবহার দেখিয়ে ফেরৎ এনে ওয়ার্কশপের ভিতর প্রবেশ না করিয়ে রেলষ্টেশনের সামনের রেললাইনে উপর রাতে রেখে দেয়। রাত ২’টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই সময়ের ভিতর সেগুলো সুযোগ বুঝে পাচার করা হয়। কারন রেলকারখানা (ওয়ার্কশপ) খুললে ডেলিভারী বগিগুলো আবার কারখানায় প্রবেশ করবে।
গোপন সংবাদের ভিত্তিতে, ভোর ৪:৩০:মিনিটে পাচারকালে মালামাল ভ্যান সহ আটক করা হয়  স্হানীয় সংবাদ কর্মি দৈনিক তৃতীয় মাত্রার মো তৈয়বুর রহমান তামিম, আলোর সময় ও দৈনিক সুন্দর দেশ পত্রিকার মাসুদুর রহমান লেলিন, ও দাবানল পত্রিকার মোতালেব হক উপস্হিত ছিলেন।
তথ্য আছে বগিটিতে ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ মালামাল পাচার হবে।  এখানে গভীর রাতে বগি খোলার পর এক ভ্যান মূল্যবান যন্ত্রাংশ আটক করা হয়। এখানে যারা জড়িত থাকে তারা হল,  চাহিদার তুলনায় বেশি করে অর্ডার দেওয়া হয়।  সেই রেল কর্মকর্তা। আরেক জন হচ্ছে নতুন মেশিন না লাগিয়ে,  ফেরৎ এনে ওয়ার্কসপে জমা না দেখিয়ে পাচার করে।  বিভিন্ন তামা দিয়ে তৈরী যন্ত্রাংশ। সেই কর্মকর্তা।  ডেলিভারী রেল ভ্যান (বগি) এর দায়িত্বে নিয়োজিত ষ্টোর কিপার সরকারী কর্মচারী।  যখন পাচার হবে তখন পুলিশ সেই এলাকায় ডিউটিরত থাকে না ।  এই চক্র এভাবে সবাইকে ম্যানেজ করে দামি যন্ত্রাংশ, তামার তৈরী বস্তুু, লোহা পাচার করে। সব মালামাল রেল শ্রমিক লীগের অফিসের সামনে চামুয়া নামে এক রেল কর্মচারীর বাড়িতে থাকে। সেখান থেকে সৈয়দপুরের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। অভিনব কায়দায় চুরির এই পুরো প্রক্রিয়ায় রেলের ছোট  বড় কর্মকর্তারা অনেকেই জড়িত বলে জানা গেছে। এমনকি সৈয়দপুরে কিছু ভাংরী লোহা ব্যবসায়ী এই চুরি চক্রের সঙ্গে জড়িত। কিছু বড় মিল ফ্যাক্টরিতেও এইসব দামি পিতলের তৈরি যন্ত্রাংশ গুলি ক্রয় করে।
রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে রেল আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  ভ্যানচালককে গ্রেফতার করা হয়েছে। মালামাল উদ্ধার করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.