
পুলিশের ধাওয়া খেয়ে ছিনতাই কারীরা গাড়ি রেখেই পালিয়েছে।
শরীয়তপুর জেলা প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু:
সেনাবাহিনী পরিচয়ে বাস থেকে নামিয়ে এক ব্যক্তির কাছ থেকে১০ লক্ষ টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে নোহা ব্লাক গাড়ি রেখেই পালিয়েছে ছিনতাইকারীর দল।
রবিবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানা এলাকা থেকে ছিনতাইকারী দলের একটি নোহা কালো রঙের গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এর আগে ছিনতাইকারীর দল ফরিদপুরের ভাঙা থানার পুকুরিয়া এলাকায় ছিনতাই করলে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়িটিকে ধাওয়া করেছিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ ধাওয়া করলে ছিনতাইকারীর দল দ্রুত গতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানাধীন নাওডোবা এলাকার ন্যাশনাল ব্যাংক সংলগ্ন সরু সড়কে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে দিশেহারা হওয়ার পরে ও ছিনতাইকারীর দল গাড়ি থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায়। পরে পদ্মা দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় ভাঙা থানা পুলিশের সদস্যরা গাড়িটি উদ্ধার করলে গাড়ির ভেতর বাংলাদেশ সেনাবাহিনী ও বেসরকারি সময় টেলিভিশনের লোগো সংযুক্ত স্টিকার পাওয়া যায়। এছাড়াও গাড়িতে ১ হাজার টাকার ১৪ টি ও ২০০ টাকার ৯ টি জাল নোটসহ ১০ টাকার নোটের ৮ টি বান্ডিলে ৮ হাজার আসল টাকা ও ১০০ টাকার কিছু খুচরো নোট পাওয়া গেছে। এ ছাড়াও সেনাবাহিনীর জুরুরি কাজে নিয়োজিত একটি নাব্বার প্লেট পাওয়া যায়, ঢাকা –চ নং,৫১৮৪৯৮, একটি কালো ব্যাগ উদ্ধার করা হয় যার মধ্যে কাপড় চোপড় ছিলো, ছিনতাইকারীর কবলে পড়া ব্যক্তি অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার নাম পরিচয় জানা যায়নি।
নাওডোবা এলাকার লাল মিয়া মোলঙ্গী নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, হঠাৎ করেই পদ্মা সেতু এপ্রোচ সড়ক থেকে দ্রুত গতিতে একটি গাড়ি সরু সড়কে এসে অর্জুন গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়িটি থামার সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরের লোক পালিয়ে চলে যায়। এর কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে গাড়িটি উদ্ধার শেষে জব্দ করে নিয়ে যায়। শুনেছি ছিনতাই কারীরা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করেছিল।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, ছিনতাইয়ের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়িটিকে আমি নিজে ফোর্স নিয়ে ধাওয়া করি। পরবর্তীতে পদ্মা দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় গাড়িটি জব্দ করতে পারলেও ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি।গগ ছিনতাইকারীদের কবলে পরা ব্যক্তি হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ফিরলে কত টাকা ছিনতাই হয়েছে, তা জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।