
ঠাকুরগাঁও – ২ আসনের নব নির্বাচিত এমপি অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনকে গণসংবর্ধনা
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও প্রতিনিধি):
ঠাকুরগাঁও – ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ঠাকুরগাঁওয়ের -২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বালিয়াডাঙ্গী উপজেলা ৩ নং ধনতলা ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে তাকে এই গণ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামীলীগের নেতারা নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নব নির্বাচিত সংসদ সদস্যসহ বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামীযুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নব নির্বাচিত সাংসদকে ফুলের মালা দিয়ে সংবর্ধণা জানান।