সবার কথা বলে

নড়িয়ায় রাতের আধারে প্রবাসীর মুরগীর খামারে আ-গু-ন

0 217

নড়িয়ায় রাতের আধারে প্রবাসীর মুরগীর খামারে আ-গু-ন

শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক (টিটু):

শরীয়তপুর জেলায় নড়িয়া উপজেলায় ফতেজংজ্ঞপুর ইউনিয়নে রাতের আধারে প্রবাসীর মুরগীর খামারে আ’গু’ন।

গতকাল রাত আনুমানিক ৯ ঘটিকার সময় ফতেজংজ্ঞপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম শিলংঙ্গল গ্রামে দেলোয়ার হোসেন দুলাল বেপারী (৫৩) পিতা:মকবুল হোসেন বেপারীর মুরগীর খামারে আ-গু-ন লাগিয়ে লাগিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এ ব্যাপারে খামারের মালিক প্রবাসী দেলোয়ার হোসেন “সংবাদের পাতা’কে” জানান, আমি খামার দেখে ঘরে গিয়ে শুয়ে ছিলাম তখন বিদ্যুৎ ছিলো না, এমন সময় আগুনের সুত্রপাত হয়।

আমার খামারে আ-গু-ন লাগিয়েছে আমাকে আর্থিক ভাবে ক্ষতি গ্রস্ত করার উদ্দেশ্যে। আমার আনুমানিক ৬লক্ষ টাকার ক্ষতির মুখে পরেছি। আমি প্রশাসনের নিকট অভিযোগ করেছি, যেন এমন ন্যাক্কারজনক কাজের বিচার হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.