সবার কথা বলে

জামালপুর সদরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

0 220

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয় জামালপুর সদর উপজেলা কনফারেন্স রুমে।

মো: এমদাদুল হক (জামালপুর প্রতিনিধি):

অদ্য ২৪.১.২০২৪ ইং তারিখ রোজ বুধবার ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত “ সুস্বাস্থ্য” প্রকল্পের সমাপনী সভা জামালপুর সদর উপজেলা কনফারেন্স রুম অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজ সেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের সমন্বয়কারী  আরজু আহমেদ, ব্র্যাক জেলা সমন্বয়কারী, ওমর ফারুক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এর এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক, সাগর ডি কস্তা, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার, নির্বাহী পরিচালক, শামীমা খান, সুশান্ত শাহা, প্রোগ্রাম ম্যানেজার, পারি এম ফোর এল প্রকল্প, মেরী ক্লিনিক এর ম্যানেজার সিদ্দিকুর রহমান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র ফিল্ড সুপারভাইজার মো: এমদাদুল হক, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার মো: আশরাফুল ইসলাম, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম প্রমুখ।

উক্ত অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন, সুস্বাস্থ্য প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ সায়ীদ। ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘’ সুস্বাস্থ্য” প্রকল্পটি সুন্দরভাবে শেষ করার জন্য জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মেহনাজ ফেরদৌস উক্ত সংস্থা কে ধন্যবাদ দেন। তিনি এরকম কাজ আরও যাতে বাস্তবায়িত হয় সেই আশা ব্যক্ত করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি  করেন।

উক্ত সমাপনী অনুষ্ঠানে আরো বিভিন্ন পর্যায়ের সরকারি  বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.