জামালপুরে জেলা বিএনপির আয়োজনে ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত-
ডা. আজাদ খান - বিশেষ প্রতিনিধি:
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবী আদায়ের লক্ষে শুক্রবার (২৬ জানুয়ারী/২৪) সকালে জামালুরে জেলা বিএনপির আয়োজনে
কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে এই কালো পতাকা মিছিল বের করে মিছিলটি জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে বিসিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন- ৭ জানুয়ারীর নির্বাচন দেশের জনগণ মেনে নেয়নি। অবিলম্বে এই অবৈধ সংসদ বাতিল করতে হবে।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।