সবার কথা বলে

যাত্রাবাড়ীতে পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ১ আহত ১

0 208

যাত্রাবাড়ীতে পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ১ আহত ১

অনলাইন ডেস্ক:

যাত্রাবাড়ীর ভাঙাপ্রেস এলাকায় পুলিশের একটি গাড়ির ধাক্কায় ১ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ২৫ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডে ভাঙাপ্রেস ছাগলের আড়ৎ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম রোমান (৩০)। তার গ্রামের বাড়ি ভোলা সদরে। নিহত যুবক রোমান যাত্রাবাড়ীর মাতুয়াইল নিমতলী এলাকায় একটি কার্টুনের কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন। অন্যদিকে মরিয়ম (২৫) নামে এক তরুণী আহত হয়েছেন।

নিহতের বাবা মো. সেলিম বলেন, বৃহস্পতিবার রাতে মোবাইলের মাধ্যমে আমি খবর পাই, আমার ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে তিনি ঢাকা মেডিকেলে গিয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় দেখি। রাত দুইটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রোমানের।

আহত মরিয়মের মামা মো. রাব্বি হোসেন বলেন, ‘মরিয়মের পায়ে আঘাত লেগেছে। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে।’

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ডেমরা রোডের ভাঙাপ্রেস ছাগলের আড়ৎ সংলগ্ন এক্সপ্রেসওয়েতে রোড ডিভাইডারের (সড়ক বিভাজক) মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে ঢুকে তারা (নিহত যুবক রোমান ও আহত তরুণী মরিয়ম) দুজন রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয় ও একজন আহত হন। নিহত যুবকের লাশ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।’

তাদেরকে ধাক্কা দেওয়া গাড়িটি পুলিশের ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে এসআই বলেন, ‘গাড়িটি পুলিশ লাইনের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের।’

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.