সবার কথা বলে

গলাচিপায় মাসিক চাদাঁ দিয়ে নিষিদ্ধ বাধাঁ জাল না পাতার সিদ্ধান্তে জেলেদের মানববন্ধন

0 266

গলাচিপায় মাসিক চাদাঁ দিয়ে নিষিদ্ধ বাধাঁ জাল না পাতার সিদ্ধান্তে জেলেদের মানববন্ধন

সংবাদের পাতা – জিল্লুর রহমান জুয়েল (পটুয়াখালী):

জাতীয় রূপালী সম্পদ অবৈধ জাল দিয়ে ধংস করায় বর্তমানে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। তার একটাই কারন অবৈধ বিভিন্ন প্রকারের জাল। সরকার বিভিন্ন ভাবে এই রূপালী সম্পদকে বাচাতে বিভিন্ন সময় অবরোধ দিয়ে আসলেও কোন কাজে আসছেনা। কিছু অর্থলোভী ব্যবসায়ীদের কারনে। এর থেকে নিস্তার নেই দক্ষিণাঞ্চল এলাকার জেলেরা।

দাদন নিয়ে জেলেদের মাছ শিকার করতে হয় এবং বিভিন্ন মহলে চাঁদা দিয়ে অবৈধ পথে ও অবৈধ ভাবে। এর থেকে বাদ পরেনি নিম্নাঞ্চলের জেলেরা তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় শতাধিক জেলে মাসিক চাঁদার বিনিময়ে অবৈধ ভাবে বেহুন্দী জাল দিয়ে মাছ শিকার করে আসলেও এখন তারা আর এই অবৈধ বেহুন্দী জাল দিয়ে মাছ না ধরার সিদ্ধান্ত নিয়েছে এবং মাসিক চাঁদা দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করবে না, এবং এর প্রতিকার চেয়ে মানববন্ধন করেন।

এসময় উপস্থিত থাকেন চরবাংলা এলাকার জেলেরা। এসময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলেদের প্রতিনিধি শাহবুদ্দিন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.