
শিক্ষার নামে তেলেসমাতি
সৃজনে : সৈয়দ ইসমাইল হোসেন জনি
শিক্ষার নামে হচ্ছে এখন
অপশিক্ষার ফন্দি ফিকির ,
নৈতিক শিক্ষা নাইরে তেমন
তবু মুখে শিক্ষার জিকির ।
শিক্ষকদের ট্রেনিং দিয়ে
ক্রিংক্রিং সাইকেল শিখায় ,
সেসব শিক্ষক ফিরে গিয়ে
শিক্ষার্থীদের এটা গিলায় ।
কেউবা আবার ব্যঙের মতো
ঘ্যাঙরঘ্যাঙর ডাকতে থাকে ,
লজ্জায় মাথা হয়যে নতো
কোথায় নিছেন শিক্ষাটাকে?
খামখেয়ালি শিক্ষার ফলে
ভবিষ্যতে বিপদ হবে ,
যাইবে এ দেশ রসাতলে
তখন সাজা পাইবে সবে ।
দুষ্টচক্রের ধোঁকায় পড়ে
ফালতু শিক্ষার ছড়াছড়ি ,
মনে চায় আজ সর্বস্তরে
আবার একটা যুদ্ধ করি।
ভাওতাবাজী করে যারা
ধ্বংস করছে সমাজটাকে ,
নরপিশাচ হায়না তারা
মনের দুঃখ বলবো কাকে ?
টিউশনি বানিজ্যের সাথে
অনেক শিক্ষক আছে যুক্ত ,
ঠকায় মানুষ দিনেরাতে
মেধার চর্চা নয়কো মুক্ত ।
ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী গণ
হয়রানি হয় বহুজনে,
হয় অনেকের বিষন্ন মন
কাঁদেন কেহ খুব গোপনে ।
শিক্ষার নাজুক পরিস্থিতি
বর্তমানের প্রেক্ষাপটে ,
বিলুপ্ত হয়েছে ন্যায়নীতি
কবে যেনো বিপ্লব ঘটে ?
ভণ্ড গুলোয় সাজেন হাজী
এসব বিষয় আত্মঘাতী ,
হরহামেশা চলছে আজি
শিক্ষার নামে তেলেসমাতি ।
রচনাকাল: ০১/০২/২০২৩ ইং