সবার কথা বলে

সৈয়দপুরে গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ

0 291
সৈয়দপুরে গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ 
মোঃ মাসুদুর রহমান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদকঃ
নীলফামারীর সৈয়দপুরে গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সাধুরবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক হলেন সেলিনা বেগম (৪৬) ও লাইলী বেগম (৬০)।
পুলিশ জানায়, ওই দুই নারী গাঁজা বিক্রির উদ্দেশে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে বিক্রি করে আসছিলেন। ওই ইউনিয়নের সাধুরবাড়ী থেকে ৭৫ পুরিয়া গাঁজাসহ সেলিনা আটক করা হয়। অপরদিকে, একই এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ লাইলীকে আটক করা হয়। গাঁজা ব্যবসায়ীরা পুরুষদের পাশাপাশি নারীদের মাধ্যমেও ব্যবসা শুরু করেছেন নতুন কৌশলে। যাতে করে নারীদের সহজে সন্দেহ করতে না পারে। এছাড়াও বিভিন্ন এলাকায় নিম্ন পরিবারের নারীদের দ্বারা বিক্রি করছেন গাঁজার পুড়িয়া। বোতলাগাড়ি বাইপাস রোডে কালঠি বেগম ও তার আর এক বোন পাশাপাশি দুই বোন সারাদিন গাঁজার পুরিয়া বিক্রয় করে। সেখানে গেলে দেখা যায় গাঁজার পুড়িয়া কেনার জন্য দলে দলে গাজায় আসক্ত ছেলেপেলেরা যাওয়া আশা করতে থাকে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই নারী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.