সবার কথা বলে

গলাচিপায় বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ উপকরণ বিতরণ

0 255

গলাচিপায় বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ উপকরণ বিতরণ

মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধিঃ

“কৃষকের উন্নয়নে কৃষকের পাশে” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও বাংলাদেশ ব্যাংকের অনুপ্রেরণায়। ব্যাংক এশিয়ার সামাজিক দায়বদ্ধতা মূলক কার্যক্রমের আওতায় গরিব প্রান্তিক চাষীদের মাঝে গতকাল সোমবার বেলা ১১ টায় গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে বিনামূল্যে সার,বীজ, কিটনাশক উপকরন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মু. শাহীন শাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া বরিশাল জোন এর অপারেশন ম্যানেজার এবিএম মোস্তাহিদুর রহমান , সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর আর এস এম মোহাম্মদ ইশতিয়াক শাহরিয়ার, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু খালিদ হোসেন মিল্টন, গলাচিপা সিনজেনটা পরিবেশন খোকন পোদ্দার, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় সভা সঞ্চালনায় ছিলেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের সিনিয়র টেরিটোরি অফিসার মোঃ মোখলেছুর রহমান চপল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ব্যাংক এশিয়া কৃষক কৃষাণীদের স্বল্প সুদে ঋণ দিয়ে কৃষি পণ্য উৎপাদনে সরকারের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক ভূমিকা পালন করে চলছে। বর্তমান শেখ হাসিনা সরকার ও কৃষি মন্ত্রণালয়, কৃষি বিভাগ, প্রতি ঋতুতে খাদ্যশস্য উৎপাদনে অধিক ভর্তুকি দিয়ে কৃষকের ভাগ্য উন্নয়ন করে চলছে। বিতরন অনুষ্ঠানে ২ শত ২৫ জন কৃষক, কৃষাণিদের মাঝে সার,বীজ, কীটনাশক পণ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সুধী সমাজ, সাংবাদিকরা উপস্থিত থাকেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.