
শরীয়তপুরে লাইসেন্স বিহীন অবৈধ ইট ভাটার ধোঁয়ায় অতিষ্ট স্থানীয় জনগণ
শরীয়তপুর জেলা প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু:
শরীয়তপুরের সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের খলিফা গ্রামে কয়েকটি স্থায়ী বসতবাড়িসহ প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের গুচ্ছ ঘরে বসবাসরত শিশু-বৃদ্ধ প্রায় সকলেই ভুগছেন শ্বাসকষ্টে।
গুচ্ছ গ্রামে জমিসহ ঘর পেয়ে আশ্রয়হীন এসব মানুষগুলো নতুন জীবনের স্বপ্ন দেখলেও ধোঁয়ার কারণে সে স্বপ্ন আর বাস্তবে সুবিধা পাচ্ছেনা । একদিকে ধোঁয়ায় অতিষ্ট জীবন, অন্যদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়ির আঙিনায় বিভিন্ন ফলজ গাছ বপন করলেও তাতে ফল ধরে না।
স্থায়ী বাসিন্দাসহ প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবন এভাবেই অতিষ্ট করে তুলেছে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বিহীন একটি ইট ভাটা।
সম্প্রতি শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের খলিফা কান্দি এলাকার গয়ঘর গ্রামের মেসার্স জাজিরা (ঢাকা) ব্রিক ফিল্ড এন্ড কোম্পানি এলাকার আশেপাশে এমন চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে গয়ঘর গ্রামের ফসলি মাঠের মধ্যবর্তী স্থান ও বসত বাড়ির সন্নিকটে ইট ভাটা নির্মাণ করে ইট তৈরী করে আসছে সেলিম হোসাইন জাকির নামে এক ব্যবসায়ী।
মানুষের স্বাস্থ্যসহ পরিবেশের ক্ষতি হয় না দাবি করে ইট ভাটাটির ম্যানেজার ইট তৈরীর লাইসেন্সসহ বেশ কিছু নথিপত্র দেখায় সংবাদকর্মীদের। তাতে দেখা যায়, ২০২০ সালে ইট ভাটার এক কিলোমিটারের মধ্যে স্কুল থাকায় ইট তৈরী করতে লাইসেন্সের নবায়ন না করে লাইসেন্স বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। ১২০ ফিট জিগজ্যাগ চিমনির মাধ্যমে ধোঁয়া নির্গত হয় বলে ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় দাবি করে ভাটা কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরে লাইসেন্স নবায়ন করার আবেদন করলেও পরিবেশ অধিদপ্তর লাইসেন্স প্রদান করেনি। ভাটা কর্তৃপক্ষ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট প্রস্তুত করণের যে লাইসেন্স নিয়েছেন, তার মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের অক্টোবর মাসে।
এছাড়াও ভাটা কর্তৃপক্ষ শৌলপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ২০২৩-২৪ অর্থ বছরের লাইসেন্সের সনদপত্র দেখালেও ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যান জানিয়েছেন ইটভাটার মালিকপক্ষ বা তাদের কোনো প্রতিনিধি লাইসেন্স নিতে পরিষদে আসেননি।
এভাবেই অনুমোদন বিহীন কাগজপত্রের মাধ্যমে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ লঙ্ঘন করে লোকালয়ে ইট ভাটা নির্মাণ করায় স্থানীয় ও প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত বাসিন্দারা প্রতিনিয়ত ভুগছেন বায়ুদুষনে বিভিন্ন রোগে।
স্থানীয় বাসিন্দা রাজিয়া পারভীন নামে একজন বলেন, ইট ভাটার কারণে বসতবাড়ির নারিকেল গাছ, লেবু গাছ,বারোমাসি মরিচসহ কোনো ফল গাছেই ফল ধরে না। ধোঁয়ায় শিশু বৃদ্ধ সবাই শ্বাসকষ্টে ভোগেন।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা খালেদা নামে একজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর দিয়ে আমাদেরকে বলেছেন গাছ লাগিয়ে তরকারি উৎপাদন করতে। কিন্তু এই ভাটার কারণে কোনো গাছে ফসল হয় না। বাচ্চাদের বারো মাস শ্বাসকষ্ট, কাঁশি, গলাব্যথাসহ বিভিন্ন রোগ লেগেই থাকে। কিছু বললেই কয়, তোমরা হইলা দুই দিনের বাসিন্দা। সরকার এখন তোমাদের দিয়েছে, দুই দিন পর উঠায়া দিলে কী করবা? আমরা কী প্রতিবাদ করার সাহস রাখি!
সালেহা বেগম নামে এক বৃদ্ধা বলেন, শ্বাসকষ্টে কিছু দিন আগে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম প্রায়। শ্বাসকষ্টে দম ছাড়তে পারিনি, কথা বলতে পারিনি। এই যে গাছপালা লাগিয়েছি, এসব গাছে কোনো ফলন হয় না। ছোট ছোট ছেলে মেয়েরা সারাক্ষণ শ্বাসকষ্ট, কাঁশি, সর্দিতে ভুগতে থাকে। অসুস্থ্য হয়ে ঢাকায় গিয়েছিলাম। সুস্থ্য হয়ে ফিরেছি। এখন আবার কাঁশি শুরু হয়েছে। গরীব মানুষ আমরা, আমাগো এই সমস্যা কে দেখবে।
মেসার্স জাজিরা (ঢাকা) ব্রিক ফিল্ড এন্ড কোম্পানির ম্যানেজার হাবিবুর রহমান বলেন, আমাদের ইট ভাটায় প্রতিনিয়ত ইট তৈরী হচ্ছে। আমাদের ট্রেড লাইসেন্স, ভ্যাট প্রত্যয়নপত্র, কৃষি অফিসের লাইসেন্স আপডেট থাকলেও পরিবেশ ও ফায়ার সার্ভিস লাইসেন্স প্রকৃিয়াধীন রয়েছে।
শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ভাষানী দৈনিক আলোকিত নিউজকে বলেন, মেসার্স জাজিরা (ঢাকা) ব্রিক ফিল্ড এন্ড কোম্পানি এখন পর্যন্ত আমার পরিষদে ট্রেড লাইসেন্সের জন্য আসেনি। নিয়ম হলো প্রতি বছর জুলাই মাসের ৩০ তারিখের মধ্যে লাইসেন্স নবায়ন করতে হবে। কিন্তু ওনারা পরিষদেই আসেননি।
পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, ইট ভাটাটির লাইসেন্স এর আগে বাতিল করা হয়েছিল। একবার লাইসেন্স বাতিল হলে নতুন করে লাইসেন্স পাওয়ার সুযোগ নেই। ভাটার মালিকপক্ষ বাতিল আদেশের বিরুদ্ধে কোনো মামলাও করেননি। লাইসেন্স বিহীন কোনো ভাটা পরিচালনা করার সুযোগ নেই। জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা শিগগিরই অভিযান পরিচালনা করব।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, লাইসেন্স বিহীন ইট ভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। লাইসেন্স বিহীন ইট ভাটায় অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।