সবার কথা বলে

গলাচিপায় গ”ন”ধ”র্ষ”ন ; গ্রে-ফ-তা-র ২ পলাতক ১

0 228

গলাচিপায় গ”ন”ধ”র্ষ”ন ; গ্রে-ফ-তা-র ২ পলাতক ১

মু. জিল্লুর রহমান জুয়েল (পটুয়াখালী):

পটুয়াখালীর উপজেলার গলাচিপার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে এক শিক্ষার্থী গ’ন’ধ’র্ষ’নে’র স্বীকার হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঐ শিক্ষার্থী ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে বসবাস করেন। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধায় বান্ধবীর বাড়ি থেকে আপন ছোট বন সহ নিজ বাড়িতে ফেরার পথে, এক’ই এলাকার শাহআলম শরিফের ছেলে খায়রুল শরিফ, মৃ’তঃ শহিদুল মেলকারের ছেলে সোহাগ মেলকার সহ আরো একজন মিলে ছোট বোনকে ধাক্কা দিয়ে বড় বোনকে নিয়ে স্লুইসগেটের পাশের জংগলে নিয়ে তিন জন মিলে ধ-র্ষ-ণ করে।

এ বিষয়ে ভিকটিম এর পরিবার থানায় অভিযোগ করলে, অভিযান চালিয়ে ৯ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে ৩ জনের মধ্যে ২ জনকে আটক করে গলাচিপা থানা পুলিশ। আটক কৃতরা পুলিশের ধ-র্ষ-ণে-র কথা স্বীকার করেন বলে থানার ওসি নিশ্চিত করেন।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ধ-র্ষ-ণে-র বিষয়টি মাননীয় পুলিশ সুপার সাইদুর রহমান বিপিএম পিপিএম এর নির্দেশনায় শুক্রবার দিবাগ গভীর রাতে গজালিয়া এলাকা থেকে তিন জনের মধ্যে দুই জনকে আটক করা হয়েছে। এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.