সবার কথা বলে

মুশতাক-তিশা ‘ছিঃ ছিঃ’ ধ্বনিতে বইমেলা থেকে বিতাড়িত হলেন

0 201

বেশ কিছু দিন যাবদ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই দম্পতি মুশতাক – তিশা – এবার ‘ছিঃ ছিঃ’ ধ্বনিতে বইমেলা থেকে বিতাড়িত হলেন।

সংবাদের পাতা – এম এ জব্বারঃ

‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক মুশতাক আহমেদ ও তার স্ত্রী তিশাকে ‘ভুয়া ভুয়া’ ‘ছিঃ ছিঃ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেছেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।

তিশার ভালোবাসা’ বইটি হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন মুশতাক তিশা দম্পতি।

হঠাৎ একদল দর্শনার্থী তাদের দুয়োধ্বনি দিয়ে তাড়া করেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ তাদের নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করে।

প্রত্যক্ষদর্শীগণ জানান, মুশতাক তিশা দম্পতি আমাদের সমাজে লজ্জাজনক একটি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করছে। তার ওপর আবার বই লিখে বিষয়টি ছড়িয়ে দিচ্ছে। এজন্যই সচেতন নাগরিক তাদের তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.