জীবনের মানে
কবি-মো:জাহাঙ্গীর আলম বেপারী
জীবনের মানে যদি তুমি,
নিবিড়ে খুজতে পারো।
জীবন মানে যুদ্ধ,
যদি তুমি লড়তে পারো।
জীবন মানে সংগ্রাম,
যদি তুমি করতে পারো।
জীবন মানে রংতামাশা,
যদি তুমি খেলতে পারো।
জীবন মানে স্বপ্ন,
যদি তুমি গড়তে পারো।
জীবন মানে ভালোবাসা,
যদি তুমি বাসতে পারো।
জীবন মানে স্বর্গসুখ,
যদি তুমি সফল হতে পারো।
জীবন মানে অগ্নিশিখা,
যদি তুমি ভুল করো।
জীবন মানে ঊত্তালসমুদ্রে,
আছড়ে পরা ঢেউ।
জীবন মানে নিঝুম অরন্যে,
সামনে চলা কেউ।