
এবিএম গ্যাজুয়েট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে পিঠা উৎসব
এম এ জব্বার – সংবাদের পাতা:
নানা আয়োজনে রাজধানীর কদমতলীর ৫৯নং ওয়ার্ড মোহাম্মদ বাগে, এবিএম গ্যাজুয়েট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকা হতে এবিএম গ্যাজুয়েট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
শীক্ষার্থীদেরকে দেশের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবিএম গ্যাজুয়েট স্কুল এন্ড কলেজ তার ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে।
তারই ধারাবাহিকতায় এদিন অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়।
পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়।
নেচে-গেয়ে, হই-হল্লা করে সকলে দিনটি পার করেন। শিশুদের আবৃতি, গান, নৃত্য ও চিত্রাঙ্কন পিঠা উৎসবে আসা অথিতিদের মুগ্ধ করে।
পিঠা উৎসবের উদ্বোধনকালে এবিএম গ্যাজুয়েট স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মোঃ সুমন বলেন, পিঠা খাওয়ার দাওয়াতের প্রচলন এদেশের গ্রাম্য সংস্কৃতির অংশ। আমরা আমাদের এই ছোট ছোট ছেলে-মেয়েদের সেই সংস্কৃতির অংশ সম্পর্কে জানাতে এ পিঠা উৎসবের আয়োজন করেছি। প্রতি বছর এ উৎসব চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।