
শরীয়তপুরে দুর্গম চরে স্বামীর হাতে স্ত্রীকে খু-নে-র অভিযোগ
এবি এম জিয়াউল হক টিটু – সংবাদের পাতা:
শরীয়তপুরে গোসাইরহাট উপজেলায় দুর্গম চরাঞ্চলে কোদালপুর ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের নিজ ঘরে স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
গত শুক্রবার (৯ই ফেব্রুয়ারি গোসাইর হাট উপজেলার কোদাল পুর ইউনিয়নের দক্ষিন গাজী কান্দী সরকারী আশ্রয়ন প্রকল্পে এই ঘটনা ঘটে।
নিহত শাহিনা বেগম( ২২) চাঁদপুর জেলার হাইমচর থানার মোল্লা কান্দী গ্রামের জান্নাল পাজালের মেয়ে।এক সন্তানের জননী শাহিনা বেগম তার স্বামী হেলাল গাজীর সাথে দক্ষিন কোদালপুর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১০ ঘটিকার সময় প্রকল্পে বসবাসরত জনগণ ঘরের জানালা দিয়ে দেখতে পায় ঘরের মেঝেতে রক্তাক্ত একটি মরদেহ, পরে স্থানীয় জনগণ গোসাইর হাট থানা পুলিশকে অবগত করেন।
ঘটনাস্থলে পুলিশ মরদেহ টি উদ্ধার করে এবং সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
প্রথমিকভাবে সুরতহাল প্রতিবেদনে জানা যায়, গৃহবধু শাহিনার শরীলে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করেছেন তাকে হ”ত্যা করা হয়েছে।
এ ঘটনার পর থেকে স্বামী হেলাল গাজী সহ তার আত্তীয়স্বজন সহ সবাই এলাকা ছেড়ে পালিয়েছেন। এই ঘটনায় শাহিনার বাবা গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেন।এবং গতকাল এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার ওবায়দুল বলেন আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটি একটি পরিকল্পিত হ’ত্যা তবে পোস্টমর্টেম রিপোর্ট আসলে আমরা বিস্তারিত বলতে পারব আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।