পটুয়াখালীর কুয়াকাটায় মাছধরা ট্রলারে
গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই জেলে দগ্ধ !
বিশেষ প্রতিনিধি
মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী):
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে সাহেব আলী (৪৫) নামের এক জেলের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ হয়েছে মামুন (২৪) নামের অপর এক জেলে। এসময় আগুনে পুড়ে ছাই হয়েছে গেছে ওই ট্রলার ও মাছধরার সম্পূর্ন জাল সাভার। এতে ট্রলার মালিক ইছা গাজীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে গঙ্গামতি সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।
আহত জেলেরা জানান, ওই ট্রলারটি ৬ জন জেলেসহ ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে সাগর মোহনায় পৌছলে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরিত হয়। পরে জেলেরা সাগরে ঝাপ দিলে অন্য একটি মাছধরা ট্রলার তাদের উদ্ধার করে। সাহেব আলী ও মামুনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি খোজ খবর নিয়ে দেখা হচ্ছে।