এহেন দিবস নিও না মেনে
কবি জামাল
ভালোবাসা নয়তো সোজা
ক্ষণিক মজা নয়
ভালোবাসা বড় সাজা
যদি বিচ্ছেদ হয়।
ভালোবাসা হয়গো বধু
পিতা কিংবা মাতা
সন্তানের ভালোবাসাই
থাকে হৃদয় গাঁথা।
গোলাপ রাঙ্গা ফুল বাগানে
সাজ বসন্ত কালে
ফাগুনের গোলাপ মানায়
শহিদ চরন তলে।
সেই গোলাপের অবহেলা
প্রেম যুগলের নাশে
গোলাপ তুমি করবে কি আর
কাঁদো কপাল দোষে।
বাবা মায়ের নয়ন ফাঁকে
যাচ্ছো মেয়ে কোথায়,
কাল যে তোমার বিপদ ঘুরছে
আছে কি তা মাথায়?
যাকে তুমি আপন ভেবে
দিচ্ছো মধু ঢেলে
কাল সে তোমার আচরণে
উঠবে ভেসে তেলে।
আজকে তোমার রূঢ় কথা
লাগছে তার বেশ ভালো
কাল যে তোমার সুভাষ কথায়
পাবে না সে আলো।
তখন তোমার মুখ যে আর
নাইরে লাবণ্যে,
খুঁজছে নতুন ফুলের দুয়ার
নবীন অরণ্যে।
তাই বলছি মেয়ে শুনো তুমি
নাওনা একটু খোঁজ
তোমার হৃদয় বলবে তোমায়
পবিত্র দিবস রোজ।
এহেন দিবস নিও মেনে
যেখানে,
জাত কুল চলে যায়,
লোক সমাজে আপনজনেই
তোমার মাথা খায়।
ভালো সবার তরে
থাকে প্রতিদিন
কেনই বা তা এক দিনেতে
হবে অমলিন।
১৪/০২/২০২৪