সবার কথা বলে

পটুয়াখালীর গলাচিপায় ভুল ঔষধ প্রয়োগে কৃষক ক্ষতিগ্রস্ত

0 224

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলার ছৈলাবুনিয়া গ্রামে ভুল ঔষধ প্রয়োগে কৃষক ক্ষতিগ্রস্ত

বিশেষ সংবাদদাতা – সংবাদের পাতা:

বাংলাদেশ সরকারের ঘোষনা এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। তারই ধারাবাহিকতায় উদ্বুদ্ধ হয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে আব্দুল মালেক প্যাদা ১৮ শতাংশ জমিতে টমেটো, লাউ, কুমড়া, বেগুন সহ সবজির চাষাবাদ করেন।

তবে ক্ষেতে ভুল কীটনাশক ঔষধ প্রয়োগে টমেটো ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়।

এদিকে মালেক প্যাদা বাদী হয়ে ক্ষতি পূরন চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার বরাবরে কীটনাশক ব্যাবসায়ী (বাদল হাওলাদার) কে দোষী করে অভিযোগ দায়ের করেন।

তিনি স্থানীয় বাদুরা বাজারে কীটনাশক ব্যাবসায়ী বাদল হাওলাদার এর কাছ থেকে ” সিপ্রিড ” নামের কীটনাশক ঔষধ ক্রয় করেন।

কীটনাশক ঔষধ প্রয়োগে টমেটো ক্ষেতের ভালো করতে গিয়ে এখন ক্ষতির পরিমাণ বেশি।

তাই তিনি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কাছে এই এধরণের কার্যকলাপের তদন্ত পূর্বক বিচার দাবী করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.