সবার কথা বলে

সৈয়দপুরে ফজরের নামাজের সময় সিজদারত অবস্থায় মুসল্লীর মৃত্যু

0 202
সৈয়দপুরে ফজরের নামাজের সময় সিজদা রত অবস্হায়  মুসল্লীর মৃত্যু
মোঃ মাসুদুর রহমান
(সৈয়দপুর) নীলফামারী প্রতিবেদকঃ
নীলফামারী,সৈয়দপুরে ফজরের নামাজে পড়াকালে সিজদারত অবস্থায় এক মুসল্লী ইন্তোকাল করেছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) শহরের বাঁশবাড়ি জামে রিজভিয়া মসজিদে ওই ঘটনা ঘটে। ইন্তেকাল করা মুসল্লীর নাম ভোলা কুরায়শি (৫৫)। তিনি সৈয়দপুর বাঁশবাড়ি পুরাতন কিলখানা রোড নিবাসী মৃত্য খয়রাতি কুরায়শির পুত্র। তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।পেশায় তিনি একজন গোশত ব্যবসায়ী ছিলেন।
মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হাবিব আশরাফি জানান, তিনি আমাদের এই জামে রিজভিয়া মসজিদের নিয়মিত মুসল্লী ছিলেন। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছিলেন তিনি। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর পরই মুয়াজ্জিন হাফেজ সেলিমের কাছে বসে সহিভাবে কোরআন শিক্ষা নিতেন।
জামে রিজভিয়া মসজিদের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়্যদ মঞ্জুর আলম বলেন, উল্লেখিত দিনে তিনি ফজর নামাজের জন্য মসজিদে আসেন এবং সুন্নাত নামাজ আদায় করছিলেন। তিনি নামাজে রুকু করে সিজদায় যান তবে সিজদা থেকে আর উঠেননি। পরে ফজর নামাজ শেষে অনেক্ষন হওয়ার পরও অন্যান্য মুসল্লীদের সন্দেহ হলে উনাকে উঠাতে যান। তবে ততক্ষণ ইন্তেকাল করেন।
সিজদায় মৃত্যুবরণকারী ভোলা কুরায়শীর নামাজে জানাজা ওই দিন বাদ নামাজে এশা জামে রিজভিয়া মসজিদে আদায় করা হবে এবং উনাকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। তার সিজদাহরত মৃত্যু শহরজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। দল বেধে বেধে লোকজন তাঁর বাসায় ভিড় করছেন এক নজর দেখাতে অনেকে এটাকে সৌভাগ্যবানের মৃত্যু এবং নিজের জন্যও এমন মৃত্যু কামনা করেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.