সবার কথা বলে

সন্ত্রাসী মানিক মোল্লা @ বেকায়দা মানিক’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0 203

রাজবাড়ী জেলার সদর এলাকা হতে আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগানসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী মানিক মোল্লা @ বেকায়দা মানিক’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সংবাদের পাতা – প্রতিবেদক:

রাজবাড়ী জেলার সদর এলাকা হতে আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগানসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী মানিক মোল্লা @ বেকায়দা মানিক’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ১৯ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১০:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ছোট নুরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন অবৈধ অস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক (২৯), পিতা-কোরবান আলী মোল্লা, সাং-ছোট নুরপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.