সৈয়দপুরে চারদিন ব্যাপি বইমেলা শুরু
মোঃ মাসুদুর রহমান
সৈয়দপুর-নীলফামারী প্রতিবেদকঃ
নীলফামারীর সৈয়দপুরে স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে চার দিনব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিমানবন্দর সড়কের কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ চত্বরে ওই মেলার উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করছে প্রথমা প্রকাশনী। ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।
বই মেলায় বিভিন্ন বইয়ের সমাহার। স্কুল- কলেজ পড়ুয়া নানা বয়সী বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিড় করছেন মেলায়। মাঠজুড়ে এক একটি স্টলে আগত দর্শনার্থীরা জটলা বেঁধে পছন্দের বই দেখছেন ও কিনছেন। বইমেলার উদ্বোধনী দিনেই যেন ব্যাপক সমাগম আর সাড়া ফেলেছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথমআলো সৈয়দপুর ও পার্বতীপুর উপজেলা প্রতিনিধি ও সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা এম আর আলম ঝন্টু। সুচনা বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির আহবায়ক আহসান হাবিব জনি। এছাড়া বইমেলার সম্পাদক বন্ধুসভার আসাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা ও সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাবিনা সালাম, সমাজসেবক মশিউর রহমান, কামারপুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন কুমার দাস, প্রভাষক শিউলী বেগম, সৈয়দপুর বন্ধুসভার সভাপতি শ্রাবন্তী, সাধারণ সম্পাদক অপূর্ব, নিলয় প্রমুখ।
মেলা আয়োজক কমিটির আহবায়ক আহসান হাবিব জনি জানান, চার দিনব্যাপি একুশে বইমেলায় মোট ১১টি স্টল স্থান পেয়েছে। শুরুর দিনেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এছাড়া বাচ্চাদের নির্মল চিত্তবিনোদনের জন্য সার্বিক ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সফল হবে মেলাটি। বই মেলা আগামী ২৪ ফেব্রুয়ারি শেষ হবে।